আইন ও বিচাররংপুরসারাদেশ

পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযানে পঞ্চগড় জেলা ও ঠাকুরগাঁও জেলা

অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন, রানীশংকৈল এর যৌথ উদ্যোগে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বৃহষ্পতিবার (৫-জানুয়ারি) ২০২৩ খ্রি ইং তারিখে এই অভিযান পরিচালনা করা হয়। ইটভাটার মালিক কে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে  মোট ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় ইটভাটাটার আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে দেওয়া হয়।

 

রানীশংকৈল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইন্দ্রজীত সাহা অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ ইউসুফ আলী প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন।

 

রানীশংকৈল থানার একদল পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রানীশংকৈল এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, ঠাকুরগাঁও এর যৌথ উদ্যোগে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

এ সময় মেসার্স কে আর বি ব্রিকস নামক ইটভাটার মালিক কে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ৪,০০,০০০/-(চার লক্ষ) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা ও ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা  দেওয়া হয়।

জেলা প্রশাসন, ঠাকুরগাঁও এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তাসনীম জাহান অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ ইউসুফ আলী প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন। আনসার ব্যাটেলিয়ন, ঠাকুরগাঁও এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বোলে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button