অপরাধআইন ও বিচারজেলা সংবাদরাজশাহীসারাদেশ

পরকীয়া প্রেমিকার ঘর থেকে আটক পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার

পঞ্চগড়ের বোদায় এক গৃহবধূর সঙ্গে অনৈতিক কার্যকলাপের অভিযোগে শেখ রেজওয়ান আহম্মেদ (৩৫) নামের এক পুলিশ কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্ত পুলিশ কনেস্টবল শেখ রেজোয়ান আহম্মেদ নীলফামারী সদরের শেখ শাহিদার রহমানের ছেলে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে বোদা উপজেলার গরুহাটি এলাকায় এক গৃহবধূর বাড়ি থেকে ওই কনস্টেবলকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। এ ঘটনায় বিকেলে ওই পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়। বিষয়টি নিয়ে ওই গৃহবধুর পরিবার থেকেও মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিয়ের করার প্রলোভন দেখিয়েই ওই গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করেন পুলিশ সদস্য রেজোয়ান। মাঝে মধ্যে তিনি ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে বাড়িতে যেতেন। বৃহস্পতিবার গভীর রাতে তিনি ওই নারীর সঙ্গে অনৈতিক কার্যকলাপের সময় স্থানীয়দের হাতে আটক হন। পরে স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেন।
এ বিষয়ে রাতে বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, পুলিশ কনেস্টবল রেজোয়ানের বিরুদ্ধে এক নারীর সঙ্গে অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে তাই তাকে আটক করা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রেজোয়ানকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button