পরকীয়ার জেরে হত্যাকাণ্ডের মূল হোতা গ্রেফতার
ছাতকে পরকীয়ার জেরে আলোচিত আবুল হোসেন হত্যাকাণ্ডের মূল হোতা পরকীয়া প্রেমিক সাবুল গ্রেফতার। সে দোয়ারাবাজার উপজেলার মন্তাজনগর গ্রামের ইসরাইল আলীর পুত্র।
মঙ্গলবার ১৭ জানুয়ারী রাতে প্রযুক্তি ব্যবরের মাধ্যমে সিলেটের উসমানি নগর উপজেলার তাজপুর ইউনিয়নের ষাটদা এলাকা থেকে উসমানিনগর থানা পুলিশের সহাযোগিতায় তাকে গ্রেফতার করে পুলিশ ছাতক থানা পুলিশ।
আর আগে এ মামলায় গত ৬ ডিসেম্বর মঙ্গলবার নিহতের স্ত্রী সবতুন বেগম ও ৭ ডিসেম্বর নিহতের আপন ভাই আলী হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল হোসেনের স্ত্রী স্বেচ্ছায় আদালতে তার স্বামীর হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করে। এরপর ক্লোলেস এ হতয়াকান্ডের রহস্য উদঘাটন হয়।
পুলিশ জানিয়েছে, নিহত আবুল হোসেনের ভাই আলী হোসেন, তার স্ত্রী সবতুন বেগম ও স্ত্রীর পরকীয়া প্রেমিক সাবুল মিয়াসহ ১০-১২ জন মিলে হাত-পা বেঁধে মারপিট করে হত্যা করে হত্যা করা হয় আবুল হোসেন কে। পরে তার লাশ পাশবর্তী রোয়াবিলের হাওরের পাশে জঙ্গলে ফেলে দেওয়া হয়।
জানা যায়, উপজেলা ইসলামপুর ইউনিয়নের সৈদাবাদ গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে আবুল হোসেন গত ২১ অক্টোবর তার বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন।
ঘটনার ২৪ দিন পর গত ১৫ নভেম্বর রোয়াবিলের হাওরের পাশের জঙ্গল থেকে তার লাশের একটি কঙ্কাল উদ্ধার করে পুলিশ। পরে সেই লাশটি আবুলের বলে শনাক্ত করে পরিবার।
পরে নিহতের স্ত্রী সবতুন বেগম, তার ভাই আলী হোসেনকে গ্রেফতার করে হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে পুলিশ।
পরকীয়া প্রেমিকা নিহত আবুল হোসেনের স্ত্রী সবতুন বেগমকে গ্রেফতারের পর প্রেমিক সাবুল মিয়া আত্মগোপনে ছিল।
সর্বশেষ তথ্য প্রযোক্তি ব্যবহারের মাধ্যমে ১৭ জানুয়ারী রাতে এ হত্যাকান্ডের মুল হোতা পরকীয়া প্রেমিক আবুল হোসেন কে গ্রেফতার জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাঈনুল জাকির বলেন আসামিকে বুধবার ১৮ জানুয়ারি আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।