পঞ্চগড়ে পুলিশ বিএনপি সংঘর্ষের ঘটনায় আটক -৮
মোঃ মোমিন ইসলাম সরকার ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে বিএনপির কেন্দ্র ঘোষিত গণ মিছিল কর্মসূচিতে পুলিশ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় মোট ৮১ জনের নাম উল্লখ করে এবং অজ্ঞাতনামা এগারো থেকে বারোশো জনকে আসামি করে পাঁচটি মামলা দায়ের হয়েছে সদর থানায় । এ ঘটনায় এখন পর্যন্ত আটক হয়েছে ৮ জন । এর মধ্যে জামায়াত সদস্য দুই জন । উল্লেখ্য শনিবার (২৪-ডিসেম্বর) পঞ্চগড় জেলা বিএনপি ১০ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত গণ মিছিল আয়োজন করে । এতে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় । পুলিশ বিএনপি নেতা কর্মীদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশ ও বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের রূপ ধারণ করে । এতে পুলিশ ও বিএনপি’র অনেক নেতাকর্মী আহত হয় । আবার একই সময় সদর উপজেলার জগদল বাজার ও টুনিরহাট বাজারে বিক্ষোভ মিছিল করে জামায়াত । স্থানীয় সাধারণ মানুষ জানান, বার বার বিকট শব্দে আমরা আতঙ্কিত হয়ে পরি । টিয়ার সেল ও ককটেলের ঝাঁঝালো গ্যাসের কারনে আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না । মহাসড়কের উপর বিভিন্ন স্থানে আগুন জ্বলতে থাকে। বিএনপি সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরন ও ইটপাটকেল নিক্ষেপ করে । পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ও শর্ট গাণের ফায়ার করে। সংঘর্ষ চলাকালীন সময়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল । উপস্থিত বিএনপির নেতা কর্মীরা জানান, সংঘর্ষের ঘটনায় আমাদের একজন সক্রিয় সদস্যের মৃত্যু হয়েছে । এবং শতাধিক নেতা কর্মী আহত হয়েছে । এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । পুলিশ একাধিক নেতা কর্মীদের আটক করেছে । এ বিষয়ে পুলিশ সুপার পঞ্চগড় এস,এম, সিরাজুল হুদা, পিপিএম বলেন, বিএনপি নেতা কর্মীরা সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় । পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে তারা পুলিশের উপর চড়াও হয় । এ ঘটনায় ২০/২৫ জন আহত হয়েছে । এর মধ্যে ৮/১০ জন পুলিশ সদস্য । যে ব্যক্তি নিহত হয়েছেন তিনি পর পর তিনবার ওপেনহার্ড সার্জারি করা । বিশৃঙ্খলা সৃষ্টি হলে তিনি স্বাভাবিক ভাবে অসুস্থ হয়ে পরে । এবং হাসপাতালে ভর্তি করার আগেই তার মৃত্যু হয় । এ ঘটনায় পুলিশ রিলেটিভ ৫টি মামলা হয়েছে । মামলায় ৮১ জনের নাম উল্লখ করে এবং অজ্ঞাত এগারো থেকে বারোশো জনকে আসামি করা হয়েছে । পুলিশ কাউকে অযথা হয়রানি না করে তথ্য প্রমাণের ভিত্তিতে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বোলে জানিয়েছেন তিনি ।