নিখোঁজের ৪ দিন পর মিলল এসএসসি পরীক্ষার্থীর অর্ধগলিত মরদেহ
মোঃ সাব্বির জমাদ্দার, স্টাফ রিপোর্টারঃ
নড়াইলের লোহাগড়ায় এসএসসি পরীক্ষার্থী সিরাজ শেখ( ১৭) নিখোঁজের ৪ দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
বুধবার( ১০ মে) দুপুরে উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ লংকারচর গ্রামের শওকত হোসেন মিরুর আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয় ।
নিহত সিরাজ শেখ ইতনা ইউনিয়নের চর দৌলতপুর গ্রামের কৃষক শেখ ইকরাম আলীর ছোট ছেলে । তিনি চর দৌলতপুর সরস্বতী একাডেমি বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এবারের এসএসসি পরীক্ষায় তিনটি বিষয়ে অংশগ্রহণ করেছিলেন ।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ইংরেজি ২য় পত্র পরীক্ষার আগের দিন শনিবার( ৬ মে) রাত ৭টা থেকে ৮টার মধ্যে সিরাজের মুঠোফোনে বেশ কয়েকবার কল আসে । সে ফোনের অপরপ্রান্তের কারও সঙ্গে কথা বলে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান । পরের দিন পরীক্ষা থাকা সত্ত্বেও সে আর বাড়িতে ফেরেনি । ইংরেজি ২য় পত্র পরীক্ষায় অংশগ্রহণ না করায় সিরাজের সহপাঠীরা তার বাড়িতে খোঁজ নেন । পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা নিখোঁজের দিন থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাননি । পরের দিন ৮ মে পরীক্ষার্থীর বাবা লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করেন ।
আজ বুধবার সিরাজের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অব্দা রাস্তার পাশে শওকত হোসেন মিরুর আমবাগান থেকে দুর্গন্ধের সন্ধান করতে গিয়ে স্থানীয়রা ঝলসানো অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন । পুলিশ ঘটনাস্থলে এসে সিরাজের পরিবারকে খবর পাঠালে তার বাবা পোশাক দেখে নিজের সন্তানকে শনাক্ত করেন ।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন ।
এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার( এসপি) সাদিরা খাতুন ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, সিরাজ তিনটি পরীক্ষা দিয়ে চতুর্থ পরীক্ষার আগে নিখোঁজ হন । পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে থানায় অভিযোগ করেন । অভিযোগের ভিত্তিতে আমরা ছায়াতদন্ত শুরু করেছিলাম । দুঃখজনক আজ তার মরদেহ উদ্ধার হয়েছে । প্রাথমিকভাবে এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে । আমরা সব বিষয় মাথায় রেখে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে পরিবারটিকে ন্যায়বিচারে পাওয়াতে সর্বোচ্চ চেষ্টা করবো ।