আইন ও বিচারজেলা সংবাদময়মনসিংহ

নালিতাবাড়ীতে কীটনাশক বিক্রয় প্রতিনিধিকে জরিমানা

শেরপুরের নালিতাবাড়ীতে বিক্রয় নিষিদ্ধ বাসুডিন নামের কীটনাশক সরবরাহের দায়ে মফিজুল ইসলাম নামের এগ্রোসিষ্টেম কোম্পানীর বিক্রয় প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৫ মার্চ রোববার দুপুরে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকার চারআলী বাজারে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) ঈফফাত জাহান তুলি।

সুত্র জানায়- এগ্রোসিষ্টেম কোম্পানীর বিক্রয় প্রতিনিধি মফিজুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন কীটনাশকের দোকানে বিক্রয় নিষিদ্ধ বাসুডিন সরবরাহ করে আসছিল। বিষয়টি স্থানীয় কৃষকরা নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আনোয়ার হোসেনকে অবগত করেন। গোপন সংবাদে রোববার দুপুরে উপজেলার চারআলী বাজারের শফিকুল ইসলামের দোকানে নিষিদ্ধ কীটনাশক সরবরাহকালে ওই বিক্রয় প্রতিনিধিকে হাতেনাতে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) ঈফফাত জাহান তুলি।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) ঈফফাত জাহান তুলি বলেন, কৃষকের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button