জেলা সংবাদঢাকাদুর্ঘটনাসারাদেশ
নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ফরিদপুরের সালথায় নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে লাবিব খাঁ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামের মো. রবিউল মাতুব্বরের ছেলে।
শুক্রবার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের হাবেলি বাগাট গ্রামে নানা বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, দুদিন আগে উপজেলার গট্টি ইউনিয়নের হাবেলি বাগাট গ্রামে নানা বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে যান লাবিব খাঁ। বাড়ির সবাই নানা কাজে ব্যস্ত থাকায় সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে মারা যায়।
লাবিব খাঁর নানা মো. ইউসুফ খাঁ জানান, বাড়ির সবাই যার যার কাজে ব্যস্ত ছিলেন। সবার অগোচরে বাড়ির পাশের আওয়াল মাতুব্বরের পুকুরের পানিতে ডুবে লাবিবের মৃত্যু হয়।