নড়াইল সাংবাদিক ইউনিয়নের সদস্যদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
মোঃ রাসেল মোল্লা, ষ্টাফ রিপোর্টারঃ
নড়াইলের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সাথে নড়াইল সাংবাদিক ইউনিয়নের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সভায় উপস্থিত ছিলেন নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কাজী আশরাফ, সাধারণ সম্পাদক ও জিটিভি’র জেলা প্রতিনিধি মির্জা মাহামুদ হোসেন রন্টু, বিডি খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক লিটন দত্ত, নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা সৈয়দ খায়রুল আলম, সিনিয়র উপদেষ্টা দৈনিক লোকসমাজ পত্রিকার জেলা প্রতিনিধি অশোক কুন্ডু, আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি কাজী আনিসুজ্জামান, আজকের পত্রিকার প্রতিনিধি জহুরুল হক মিলু, চ্যানেল এস টিভির সাংবাদিক মো. শাহীনুজ্জামান, দৈনিক প্রথম কথা পত্রিকার প্রতিনিধি সাজ্জাদুর রহমান রিপন, আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি মো. আজিজুর রহমান, সত্যের কন্ঠের প্রতিনিধি সাব্বির জোমাদ্দার, দৈনিক জন্মভুমির প্রতিনিধি মিলন বিস্বাস, ডেইলি পোষ্ট পত্রিকার প্রতিনিধি শাকিল আহম্মেদ, সাংবাদিক রাসল হোসাইন, এবং দৈনিক বিডি খবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক রাসেল মোল্যা সহ অন্যান্য সদস্য বৃন্দ।
এ সময় ডিসি আশফাকুল হক চৌধুরী বলেন, গণমাধ্যম কর্মী সমাজের দর্পণ। আমরা নড়াইলের উন্নয়নে একসাথে কাজ করব। উল্লেখ্য: মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী গত ৩ এপ্রিল নড়াইলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।