liveখুলনাসারাদেশ

নড়াইলে সদ্য প্রয়াত সাবেক সংসদ সদস্যের স্মরনে দোয়া মাহফিল

নড়াইল -২ আসনের সদ্য প্রয়াত সাবেক সাংসদ সদস্য মুফতি শহিদুল ইসলাম স্মরণে দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে বাদ জুম্মা সদরের পাইকমারী মধ্যপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গনে এ দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
জানা যায়, নড়াইলের সৌদী প্রবাসি মোঃ আমিনুর রহমানের সৌজন্যে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান, মুফতি শহিদুল ইসলাম ব্যক্তি হিসেবে একজন ভালো মানুষ ছিলেন। তাঁর মাধ্যমে নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে মসজিদ, মাদ্রাসা, সুপেয় পানির নলকূপ স্থাপনসহ অসহায় ও নিম্নআয়ের মানুষের চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থানের পাশাপাশি বিভিন্ন সেবা দিয়েছেন । তাঁর আকস্মিক মৃত্যুতে সবাই ব্যথিত। তাই তাঁর রূহের মাগফিরাত কামনায় আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি।
এ সময় ৫ শতাধিক মুসল্লীর উপস্থিতিতে কোরআন ও হাদিস থেকে কথা বলেন, পাইকমারী দারুস সালাম জামে মসজিদের খতিব মাওঃ মোঃ ইয়াসিন আজহারী এবং শিবানন্দপুর ইসলামাবাদ দাখিল মাদ্রাসার সুপার মাওঃ রুহুল আমিন প্রমুখ।
মরহুমের রূহের মাগফিরাত কামনায় মোনাজাত করান মাওঃ মোঃ ইয়াসিন আজহারী। সবশেষে মুসল্লীদের মধ্যে উত্তম তবারক বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button