নড়াইলে প্রাইভেট কারে ছাগল চুরি, আটক-২
স্টাফ রিপোর্টারঃ
ছাগল চুরি করে প্রাইভেট কারে করে পালানোর সময় দুইজনকে আটক করেন স্থানীয়রা। পরে থানায় ফোন দিয়ে পুলিশে সোপর্দ করা হয় । বুধবার (৪ জানুয়ারি) দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজারে এমন ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি ছাগল ও প্রাইভেটকার সহ দুজন চোরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- লোহাগড়া উপজেলার পার মল্লিকপুর গ্রামের ছলেমান শেখের ছেলে হেলাল শেখ (২২) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা চর পাড়া গ্রামের মিজানুর ভূঁইয়ার ছেলে মেহেদী হাসান (২৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার মাকড়াইল বীর বটতলা প্রধান সড়কের পাশে একটি কালো রঙের প্রাইভেট কারে হেলাল শেখ ও মেহেদী হাসান একটি ছাগল উঠিয়ে নেয়। অন্যটি উঠানোর সময় ছাগলের চিৎকারে ছাগলের মালিক জহিরুল ইসলাম টের পেয়ে তাদের ধাওয়া করেন। এসময় স্থানীয় জনতা বেশ কয়েকবার রাস্তায় তাদের আটকের চেষ্টা করলেও অবশেষে মানিকগঞ্জ বাজারে তাদের আটক করতে সক্ষম হয়। এসময় চোর চক্রের অন্য সদস্য গাড়িচালক আলামিন পালিয়ে যায়। পরে স্থানীয়রা প্রাইভেট কারসহ তাদের লোহাগড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, ছাগল চুরির ঘটনায় চোর চক্রের দুই সদস্যসহ একটি প্রাইভেট কার আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত ছাগল থানা হেফাজতে আছে।