নড়াইলে প্রতিপক্ষকে ফাঁসাতে মাছের ঘেরে বিষ প্রয়োগ
নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বকচারার বিলে প্রতিপক্ষকে ফাঁসাতে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে।
শেখহাটি গ্রামের মাহাবুব ও আফরা গ্রামের আলম জানান, গত ১৭ তারিখে আমার মাছের ঘের থেকে জাল টেনে মাছ চুরির ঘটনা ঘটে। মাছ চুরির বিষটি বুঝতে পেরে আমরা সকল ঘের মালিক দের ডেকে আনি। কে মাছ চুরি করেছে এমন বিষয়ে খোঁজ খবর নিতে মাছ চুরির কিছু আলামত অংশ পতি ও রউফের ঘেরে পাওয়া যায়। তখন বিষয়টি নিয়ে মিমাংসা করার জন্য সকল ঘের মালিকদের সমন্বয়ে মিটিং ডাকা হয়। মিটিং এ আব্দুল রউফ ও অংশপতি হাজি হন না। যার ফলে ওই রাতে মিটিং হয় না। নিরুপায় হয়ে আমরা স্থানীয় চেয়ারম্যান আশিস কুমার বিশ্বাসের নিকট যাই। চেয়ারম্যান আমাদের পুলিশের নিকট অভিযোগ দিতে পরামর্শ দেন। আমরা এই ঘটনায় পুলিশের নিকট একটি লিখিত অভিযোগ করি।
পরের দিন সকালে আব্দুল রউফ ও অংশপতি নিজের দের অপরাধ আড়াল করতে নিজের মাছের ঘেরে নিজে বিষ দিয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ করেছে। আমরা এই ঘটনার৷ সুষ্ঠু তদন্ত পূর্বক বিচার দাবি করি।
এ বিষয়ে জানতে অংশ পতির বাড়িতে গিয়ে অংশ পতিকে পাওয়া যায়নি।
সদর থানার অফিসার ইনচার্জ( ওসি) ওবায়দুল রহমান বলেন, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।