liveঅপরাধআইন ও বিচারখুলনাজেলা সংবাদসারাদেশ
নড়াইলে পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি গ্রেফতার
নড়াইলে জুয়ার আসর থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (১১ এপ্রিল) দিনগত রাতে সদর থানাধীন শেখহাটি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
আসামিরা হলেন—নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রামের মো. রিয়াজুল ইসলাম (২৭), জাহাঙ্গীর আকঞ্জি (২১), সেলিম মোল্লা (৩৫) এবং মো. নুরনবী সরদার (৪৩)।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার (১২ এপ্রিল) সকালে আদালতে পাঠানো হয়েছে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর থানার শেখহাটি ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শেখহাটি গ্রাম থেকে চারজনকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ হাজার ৪শ ৮০ টাকা, দুই সেট তাস ও একটি চট জব্দ করা হয়।