liveজাতীয়সারাদেশ

নড়াইলে ডেঙ্গুর প্রোকপ বাড়ছেই,পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্স

নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গুর প্রোকপ বাড়ছেই। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাছেন চিকিৎসক নার্স।

ডেঙ্গুর প্রোকপ বাড়ছেই। নড়াইল সদর হাসপাতালসহ জেলার সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগির সংখ্যা। প্রতিটি হাসপাতলেই দেখা গেছে ডেঙ্গু রোগির উপচে পড়া ভিড়। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসক এবং নার্সরা।

মশাবাহিত রোগ ডেঙ্গুর চোখ রাঙ্গানিতে টতস্থ নড়াইলের লোহাগড়া পৌরবাসী। এডিস মশার ভয়ে শুধু লোহাগড়াবাসীই নয় কাঁপছে পুরোদেশ। এমন পরিস্থিতিতে ডেঙ্গু রোধে লোহাগড়া পৌরকর্তৃপক্ষের দৃশ্যমান কোন কর্মকান্ড না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন পৌরবাসী। তাদের অভিযোগ ডেঙ্গু রোধে পৌরকর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন করেননি। ভক্সপপ-১
তবে পৌর মেয়র বলছেন মশা মারতে পর্যাপ্ত ওষধ রয়েছে। দ্রæতই ব্যবস্থা গ্রহণ করা হবে। সিঙ্ক-১ সৈয়দ মসিয়ূর রহমান, মেয়র লোহাগড়া পৌরসভা, নড়াইল।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গেল ৬ মাসে লোহাড়ায় ডেঙ্গুতে আক্রন্ত হয়েছে একশ জনেরে উপরে। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে সবরকম ব্যবস্থা গ্রহন করেছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। সিঙ্ক-২ ডা. এস এম মাসুদ, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা, লোহাগড়া, নড়াইল।
বছরের অন্য সময়ের চেয়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির সাথে সাথে মৃত্যুর সারিও দীর্ঘ হয়েছে। তাই ডেঙ্গু মোকাবেলা শুধু ভাষন ঘোষনাই নয় দায়িত্বশীল ব্যাক্তিদের কাছে কার্যকর ভুমিকা চাইছে পৌরবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button