নড়াইলে জমি – জমার বিরোধ নিয়ে মেজ ভাই ছোট ভাইকে কুপিয়ে গুরুতর জখম
স্টাফ রিপোর্টারঃ
নড়াইলের কালিয়া উপজেলার মাওলি ইউনিয়নের মহাজন গ্রামের নন্দুলাল সাহার মেজ ছেলে শিবনাথ সাহা তার আপন ছোট ভাই শংকর সাহাকে জায়গা জমি নিয়ে বিরোধ করে বহিরাগত সন্ত্রাসীদের এনে এলোপাতাড়ি মারপিট করে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ।
এ বিষয় শংকর সাহার মৌখিক অভিযোগ সূত্রে জানা যায় যে,অনেক দিন ধরে যায়গা জমি নিয়ে তার মেজ ভাই শিবনাথের সাথে বিরোধ চলে আসছিল।সেই জের ধরে গত রবিবার ২৫ শে ডিসেম্বর বেলা ১২ টার সময় শিবনাথ সাহার ছোট ভাই শংকর সাহার বাড়ির যাতায়াতের পথ বহিরাগত লোকজন এনে বন্ধ করতে গেলে ওই সময় শংকর সাহা বাঁধা প্রদান করলে তাদের কাছে থাকা রামদা, সেনদা লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে ।
পরে তার ডাক চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে এসে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করে।
এই নেককার জনক ঘটনার শংকর সাহা তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চান।