নড়াইলে ইভটিজিং এর দায়ে ১ যুবকের গ্রেফতার ও কারাদণ্ড
নড়াইল সদর উপজেলায় ইমন (২০) নামে এক ছাত্রকে ইভটিজিং এর ঘটনায় ২ মাসের কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্টে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, আটককৃত ইমন দশম শ্রণীর এক ছাত্রীকে ইভটিজিং করে। পরে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই(নিঃ) শিশির কুমারের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করাহয়। পরে গ্রেপ্তারকৃত যুবককে মোবাইল কোর্টে উপস্থাপন করলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলীম আহমেদ তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ইমন সদর উপজেলার মহিষখোলা গ্রামের সাইদ হোসেনের ছেলে।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শিশির কুমার ঘোষ জানান, সোমবার সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান আটকের ও কারাদণ্ডের বিষয় নিশ্চিত করেছেন।