দোয়ারাবাজারে ৪র্থ পর্যায়ে মুজিববর্ষের গৃহ পাচ্ছেন ৮৮ জন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে চতুর্থ পর্যায়ে বিভিন্ন ইউনিয়নের ২৩ টি সহ মোট ৮৮টি গৃহহীন পরিবার পাচ্ছেন মুজিববর্ষের ঘর। আগামী ২২ মার্চ ভূমিহীন ও গৃহহীন পরিবারের স্বপ্নের নীড় ও ২ শতক জমিসহ হস্তান্তর করা হবে।
সোমবার সকালে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আরিফ মোর্শেদ মিশু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ধরনের তথ্য জানান।
তিনি আরও জানান,মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় ২০২০ সাল হতে ভূমিহীন ও গৃহহীন পরিবারসমূহকে ০২ (দুই) শতক জমিসহ সেমিপাঁকা গৃহ নির্মাণ করে হস্তান্তর করা হচ্ছে। দোয়ারাবাজার উপজেলায় প্রথম পর্যায়ে ২৬০টি পরিবারকে, ২য় পর্যায়ে ২০ টি পরিবারকে, এবং তৃতীয় পর্যায়ে ২৮০ টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে, আর কোন ভূমিহীন- গৃহহীন পরিবার পাওয়া না গেলে দোয়ারাবাজার উপজেলাকে ভূমিহীন- গৃহহীন শূন্য ঘোষনা করা হবে। এ সময় উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেয়।