অপরাধআইন ও বিচারজেলা সংবাদসিলেট

দোয়ারাবাজারে ১১ বছরের শিশুকে কে ধর্ষণ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১১ বছরের এক শিশু গণধর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত-রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সীমান্তবর্তী বাঁশতলা (কলোনি) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় শিশুটি রাস্তায় বের হলে একই গ্রামের আবুল কালামের পুত্র সজিব (২২) ও আব্দুল জলিলের পুত্র শরিফ (২০) দুইজন মিলে শিশুটির মুখ চেপে ধরে হকনগর শহিদমিনার রেস্ট হাউজের পেছনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে নির্যাতিত শিশু বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে তার পরিবার। ওইদিন রাত থেকে স্থানীয় মাতব্বরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং ভিকটিমের অসহায় পরিবারকে আইনী সহায়তা না নিতে বাধা প্রদান করে।

এ বিষয়ে অভিযুক্তদের পরিবারের সদস্যদের নিকট জানতে চাইলে প্রতিবেদককে জানান সজীব ও সুজন এ বিষয়ে জড়িত নয়, তাদেরকে ফাঁসানোর জন্য এটি কুচিক্রিমহল উঠে পড়ে লেগেছে। এই ঘটনায় ওই দিন ভিকটিমের পরিবার বাদি হয়ে দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন।

এ ব‌্যাপা‌রে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব দুলাল ধরজানান, সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button