দোয়ারাবাজারে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
নুরুজ্জামান (দোয়ারা বাজার) সুনামগঞ্জ সংবাদদাতাঃ
২১ ডিসেম্বর- সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা প্রশাসন, দোয়ারাবাজার এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, চোরাচালান ও টাস্কফোর্স, মানবপাচার প্রতিরোধ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারনা কমিটির নভেম্বর-২০২২ মাসের সভা এবং এরপর উপজেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান মানিক, মাননীয় সংসদ সদস্য, ২২৮ সুনামগঞ্জ-৫, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, ভাইস চেয়ারম্যানবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি), ও ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ, দোয়ারাবাজার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, অফিসার ইনচার্জ, দোয়ারাবাজার থানা, সকল সরকারী অফিসের কর্মকর্তাবৃন্দ ও ফায়ার স্টেশন কর্মকর্তা সহ সকল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।