দোয়ারাবাজারে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার
সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি আব্দুস সালাম (৬০) নামের এক বৃদ্ধকে জেলা ডিবি পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। আব্দুস সালাম নরসিংপুর ইউনিয়নের রগারপাড় গ্রামের মৃত আব্দুল হেলিম ছেলে।
সোমবার (১৩ মার্চ) দুপুরে সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার আনুমানিক বিকাল ৫টার সময় ৮ বছরের শিশুটিকে আবুল খয়েরের জমিনের পশ্চিম পাশে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকারে অভিযুক্ত আব্দুস সালাম পালিয়ে যায়।
এই ঘটনায় ওই দিন ভিকটিমের পরিবার বাদি হয়ে দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর জানান, সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে।