জাতীয়জেলা সংবাদসিলেট

দোয়ারাবাজারে বিট পুলিশিং সমাবেশ

দোয়ারাবাজারে ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ স্লোগান নিয়ে যৌন হয়রানি, মাদক, নারী নির্যাতন, বাল্যবিয়ে এবং পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু প্রতিরোধে দোয়ারাবাজার উপজেলায় সচেতনামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

( ১৮ ই মার্চ) রবিবার দোয়ারাবাজার থানার ০৬ নং দোহালিয়া ইউনিয়নের (০৬ নং বীট) গুরেশপুর গ্রামে চুরি, ডাকাতি প্রতিরোধ, আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও আসন্ন রমজান উপলক্ষে সম্প্রিতি বজায় রাখতে স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় এর লক্ষে বীট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। বীট অফিসার এসআই মোঃ আসলাম হোসেন উক্ত সভা পরিচালনা করেন।

‘জুয়া ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি’, মন্তব্য করে অনুষ্ঠানের সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দেন।

বাল্যবিয়ে বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, দোয়ারাবাজার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে সবচেয়ে বেশি লোকের মৃত্যু হয়। এ বিষয়টা নিয়ে আমরা কাজ করছি।

এর কারণ কী, দোষটি কার, যে মারা গেল তার নাকি তার পরিবারের নাকি আমাদের সবার, তা খতিয়ে দেখার চেষ্টা করছি।

অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভিন্ন সময় দোয়ারাবাজার পানিতে ডুবে অনেক শিশুর মৃত্যু হয়। শিশুগুলোকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের।
পুলিশিং সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবা কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সঙ্গে প্রান্তিক জনসম্পৃক্ততা বাড়াতে আমাদের এ আয়োজন, যোগ করেন তিনি।

এসময় জনসাধারণ, জনপ্রতিনিধি, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ী এবং বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button