জেলা সংবাদসারাদেশসিলেট

দোয়ারাবাজারে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সামাজিক সুরক্ষা বলয় সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক প্রদত্ত বয়স্ক, ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করা হয়েছে।

উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সোমবার(৩ এপ্রিল) দুপুরে সুরমা ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানবীর আশরাফী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের মাঝে এসব বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতার কার্ড বিতরণ করেন। সর্বমোট ৫৮ জনকে এই কার্ড বিতরণ করা হয়।

সুরমা ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম,সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজান মাষ্টার,কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য আতর আলী,আ” লীগ নেতা হাবিবুর রহমান, সুরমা ইউনিয়ন সাধারণ আওয়ামীগ সম্পাদক হারুনুর রশিদ,অবসরপ্রাপ্ত সার্জেন্ট শামসুল ইসলাম যুবলীগ নেতা আব্দুল লতিফ,ইউপি সদস্য আহসান উদ্দিন, হাছন আলী, জামাল উদ্দিন, জাহানারা বেগম,শেফালী বেগম,প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button