নুরুজ্জামান ,দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক হাওরের ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) উপজেলার দোয়ালিয়া জঙ্গলশ্রী ডেকার হাওর পাশে পোল্ডার -৩ তে বাঁধে মাটি কাঁটার কাজ উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানবীর আশরাফী চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা।অনুষ্ঠানটি পরিচালনা করেন দোয়ারাবাজার উপজেলার দায়িত্বে থাকা (পাউবো) এর উপসহকারি প্রকৌশলী আবু সায়েম শাফিউল ইসলাম।
এসময় বিশেষ উপস্থিত ছিলেন সহকারী (ভূমি) কমিশনার ফয়সাল আহমদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা আম্বিয়া আহমেদ, আ’লীগ নেতা রফিকুল ইসলাম,দোয়ালিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি নুরমিয়ার, সাধারণ সম্পাদক বশির মিয়াসহ বিপুল সংখ্যার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।