নুরুজ্জামান, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯নং সুরমা ইউনিয়ন পরিষদ এর নবাগত চেয়ারম্যান হারুন অর রশিদ সমুজ আলি উচ্চবিদ্যালয় ও কলেজ এর সকল শিক্ষক ও প্রভাষকগণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কৌশল বিনিময় করেন। এ সময় নব নির্বাচিত চেয়ানম্যান হারুনর রশীদ বলেন, আমি আপনাদের ও জনগনের ভালবাসা নিয়ে এই ইউনিয়নের চেয়ানম্যান নির্বাচিত হয়েছি। আমি সুখে দুখে আপনাদের সহযোগীতা কামনা করি।
উল্লেখ্য উপনির্বাচনে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন এর ১ জন নৌকা প্রতীকের প্রার্থী, ৩জন বিদ্রোহী প্রার্থী এবং এক মাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. হারুন অর রশিদ চেয়ারম্যান নির্বাচিত হন।