অপরাধআইন ও বিচারজেলা সংবাদসিলেট
দোয়ারাবাজারে দুই ইয়াবা কারবারি আটক
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আটককৃত মাদক কারবারিরা হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের মোঃ খুর্শেদ আলমের পুত্র মোঃ হাসান আলী (২৫) ও মোফাজ্জল আলীর পুত্র জয়নাল মিয়া (২৪)।
পুলিশ সুত্রে জানা যায়,মাদক কারবারি মোঃ হাসান আলী ও জয়নাল মিয়া দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদেরকে সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হয়েছে।।মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অভ্যাহত থাকবে।