দোয়ারাবাজারে এখনো বকেয়া পাননি পিআইসির ইউপি সদস্য আব্দুল ওদুদ ভূঁইয়া
হাওরের বোরো ফসল রক্ষা বাঁধের প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ হওয়ার আট মাস পেরিয়ে গেলেও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ৭৯ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যরা এখনো অনেক কিস্তির টাকা পাননি। অথচ আসন্ন বোরো মৌসুমে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামতকাজের জন্য আজ সোমবার থেকে বাঁধের জরিপ শুরু হবে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
সুনামগঞ্জ পাউবো, উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দোয়ারাবাজার উপজেলার চেইনজসহ নাইন্দার হাওর,চেলাই ডানতীর বাধের ভাঙ্গা বন্ধ করুন , —এই চার হাওর সুনামগঞ্জ পাউবোর অধীনে রয়েছে।
নীতিমালা অনুযায়ী, গত বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করে তা চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু কাজ শেষ হয়েছে ১৫ মার্চ। চূড়ান্ত বিলের (চতুর্থ কিস্তির) টাকা পরিশোধ করার জন্য উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটি সভা করে সুনামগঞ্জ জেলা কমিটির কাছে গত ২৫ মে একটি প্রতিবেদন পাঠানো হয়। কিন্তু এই সমস্যার এখনো সমাধান হয়নি।
নাইন্দার হাওর হাওরের একটি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি কৃষক আব্দুল ওদুদ ভূঁইয়া বলেন, ‘আমাদের প্রকল্পকাজে বরাদ্দ দেওয়া হয়েছে ৮ লাখ ৪৪ হাজার টাকা। টাকা পেয়েছি মাত্র ৪ লাখ। বাকি ৪ লাখ টাকা পাওনা রয়েছে। গরু বিক্রি করে ও জমি বন্ধক দিয়ে পাওনাদারদের ঋণ পরিশোধ করেছি। যথাসময়ে টাকা না পাওয়ায় সীমাহীন কষ্টের মধ্যে আছি।’ তিনি আরও বলেন, চতুর্থ কিস্তির টাকা না পেয়ে অনেক পিআইসির সদস্যকে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াঙ্কার মোবাইল ফোনে ফোন করা হলে, ফোন রিসিভ করা হয়নি তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।