সারাদেশসিলেট

দোয়ারাবাজারে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন

নুরুজ্জামান ,দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার .মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক, সুনামগঞ্জ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১০ ডিসেম্বর, ২০২২ দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের যোগীরগাঁও ও আজমপুর এলাকায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদানের লক্ষ্যে নির্মাণাধীন ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। এসময় বিজন কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সুনামগঞ্জ; ফারজানা প্রিয়াংকা, উপজেলা নির্বাহী অফিসার, দোয়ারাবাজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মানসম্মতভাবে দ্রুততম সময়ে ঘর নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। তাছাড়া ঘরের নির্মাণ কাজ নিয়মিত পরিদর্শন ও তদারকির জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button