সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গরীব ও অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে সুরমা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশীদ এর উপস্থিতিতে শীতার্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, আমরা গরীব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি, পর্যাক্রমে ইউনিয়নের অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হবে। এসময় ইউনিয়নে ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।