দোয়াবাজারে পুলিশি অভিযানে বিপুল পরিমান বিদেশী মদসহ আটক ২
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই মোঃ মিজানুর রহমান ০১-মার্চ ঘটিকায় দোয়ারাবাজার থানাধীন বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় ব্রীজের উপর সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় অভিযানা পরিচালনা করে ১। মোঃ নাছির মিয়া (২১) পিতা-জয়নাল মিয়া, সাং-কুশিউড়া এবং আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ২। মোঃ সুমন মিয়া (১৬) পিতা-ওয়াহিদ মিয়া, সাং-কুশিউড়া, উভয় থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জদ্বয়কে আটক করেন এবং তাদের হেফাজত হতে ০৬টি বস্তার মধ্যে কার্টুনে রক্ষিত সর্বমোট ২৬৪ (দুইশত চৌষট্টি) বোতল Officer’s Choice বিদেশী মদ যার আনুমানিক মূল্য ১,৩২,০০০/-(এক লক্ষ বত্রিশ হাজার) টাকা উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করেন। উক্ত বিষয়ে দোয়ারাবাজার থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।