দেলদুয়ারে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত প্রেমিক আটক
মো. রাশেদ সরকার, দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ারে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে । রোববার রাতে উপজেলার পাথরাইল ইউনিয়নের চন্ডী গ্রামে ঘটেছে ঘটনাটি ।
এ ঘটনায় সোমবার রাত পৌনে ৯টায ় দেলদুয়ার ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছেন ভিকটিমের মা । ধর্ষনের শিকার ওই কিশোরী বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের দশম শ্রেণীর ছাত্রী ।
মামলার বাদী ভিকটিমের মা বলেন, এলাসিন ইউনিয়নের সিংহরাগী গ্রামের মো. শাকিল মিয়ার ছেলে মো. ইমন মিয়া৭/৮ মাস আগে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে আমার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন । রোববার আমার মেয়ে খালার বাড়ী যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয় । সিলিমপুর সিএনজি স্টেশনে পৌছলে সেখানে ইমন তাকে বিয়ের প্রলোভন দিয়ে সিএনজিতে তুলে নিয়ে যায় । সারা দিন বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করে রাতে আমার বোনের বাড়ী চন্ডী এসে ইমন বলে আমরা বিয়ে করেছি । মিথ্যা প্রলোভনে সেখানে রাত্রি যাপন করে ইমন একাধিকবার আমার মেয়েকে ধর্ষন করে । খবর পেয়ে সকালে সোমবার সকালে সেখানে গিয়ে জানতে পারি তাদের বিয়ে হয়নি । এ ঘটনা জানাজানি হলে পুলিশ আমার মেয়ে সহ ইমনকে আটক করে থানায় নিয়ে যায় ।
দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন মৃধা বলেন, মেয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের উভয়কে আটক করা হয়েছে । ছেলেকে আদালতে প্রেরণ করা হয়েছে । মেয়ে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে । রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্তা গ্রহণ করা হবে ।