অদ্য ৬ ফেব্রুয়ারি ২০২৩ ইং রাত ৩.৩০ মিনিটে পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলার ৩ নং দেবীগঞ্জ সদর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের দেবীগঞ্জ থেকে ভাউলাগঞ্জ রাস্থার মোড়াতলী খয়ের বাগান নামক স্থানে ফরেস্টের সরকারী বন বিভাগের ৮ থেকে ১০ টি বড় ইউক্যালেটর গাছ কেটে নিয়ে যাচ্ছিলো দুর্বৃত্তরা। রাতের আধারে যখন দুর্বৃত্তরা গাছ গুলো কাটছে ঠিক ঐ সময়ে গাছ কাটার শব্দ শুণে মোঃ সফি উদ্দিন আহমেদ ( ৩০) উক্ত গাছ কাটার ঘটনা টি দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে মোবাইল ফোনে জানান । ৩ নং দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম ( এমু) মোবাইল ফোন পেয়ে ২ নং ওয়ার্ডের ইউপি সদ্যস জামাল উদ্দীন গ্রাম পুলিশ কে সংঙ্গে নিয়ে ঘটনা স্থলে যান। লোক জনের উপস্থিত জানতে পেরে দুর্বৃত্তরা একটি সিফাত পরিবহন নামক (মাহিন্দ্র)টলি এবং তাদের কর্তন কৃত গাছগুলি ফেলে পালিয়েজান ,রাতেই ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশ এবং ইউপি সদস্য কে নিয়ে ইউক্যালেটর গাছ গুলো ও মাহিন্দ্র ট্রাক্টর সহ ৩ নং দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।
আজ মঙ্গলবার সকালে বিভিন্ন সাংবাদিকদের কে ইউপি চেয়ারম্যান বলেন বর্তমানে কাঁটা ইউক্যালেটর গাছ গুলো ও মাহিন্দ্র ট্রাক্টর গাড়ি টি আমার পরিষদে জমা আছে। আমি আইন গতভাবে ব্যবস্থা নিতে বন বিভাগ কে অবগত করেছি।