আইন ও বিচাররংপুরসারাদেশ
দিনাজপুর জেলা তদন্তাধীন চুরি মামলা সংক্রান্তে আলোচনা সভা
রুবেল, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার তদন্তাধীন চুরি মামলা সংক্রান্তে আলোচনা সভা-
২৬ এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়, সম্মেলন কক্ষে দিনাজপুর জেলার তদন্তাধীন চুরি মামলা সমূহের সুষ্ঠু ও সঠিকভাবে তদন্ত সংক্রান্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপত্বিত করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম মহোদয়।
পুলিশ সুপার মহোদয় বলেন চুরি নিয়ন্ত্রণ করতে পুলিশি নজরদারী আরো বাড়াতে হবে এবং বিট পুলিশিং সমাবেশের মাধ্যেমে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব আব্দুল্লাহ আল মাসুম, দিনাজপুর সহ সকল থানার ইন্সপেক্টর (তদন্ত) এবং মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) গণ উপস্থিত ছিলেন।