দিনাজপুরে ডলার প্রতারণা চক্রের মূল হোতাসহ আটক -২
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার( ৬ এপ্রিল) দুপুরে খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নে ডলার প্রতারণা করার সময় স্থানীয় লোকজনের হাতে আটক হন ডলার প্রতারক মো আরিফুল ইসলাম( ২৯) । তিনি আঙ্গারপাড়া গ্রামের আঃ সাত্তারের ছেলে । আটকের পর ভাবকি ইউপিতে নিয়ে আসার পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় । পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্য মতে তথ্য প্রযুক্তির সহায়তায় অতিরিক্ত পুলিশ সুপার( বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ হোসেনের নির্দেশনায় এবং ওসি চিত্তরঞ্জন রায় ও ইন্সপেক্টর( তদন্ত) তাওহীদ ইসলামের নেতৃত্বে দিবাগত রাতে বিশেষ অভিযানে পার্শ্ববর্তী নীলফামারী জেলার জলঢাকা উপজেলা থেকে আটক হয়েছে খানসামা উপজেলার ডলার প্রতারক চক্রের মূল হোতা শেফাউল হক শেফা( ৪৫) । তিনি আঙ্গারপাড়া গ্রামের মৃত তবির উদ্দিনের ছেলে ।
এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, ‘ মূল হোতা শেফা একাধিক মামলার আসামি । আমরা তাকে অনেক দিন ধরে ধরার চেষ্টা করছি । ডলার চক্রের মূল হোতাসহ সহযোগীকে আটক করেছি । তাদেরকে জেলহাজতে পাঠানো হবে ।’