দারাজগাঁও হামিদ আলী খান উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত
ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের দারাজগাঁও হামিদ আলী খান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
২৮ জানুয়ারি শনিবার সকাল আটটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় ১৬৮ জন অভিভাবকের মধ্যে ১৬১জন অভিভাবক ভোটাধিকার প্রয়োগ করেন।
অভিভাবক সদস্যদের মাঝে ৭জন নির্বাচনে অংশ নেন এতে ৪ জন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন রবিন্দ্রনাথ বর্মন, দয়াল বর্মন, মোঃ সপিরুল ইসলাম, মোঃ জাহিরুল ইসলাম।
দারাজ গাঁও হামিদ আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র রায় বলেন আগামী ৭ দিনের মধ্যে ১জন দাতা সদস্য,৩ জন শিক্ষক প্রতিনিধি ও চারজন অভিভাবক প্রতিনিধি ম্যানেজিং সভাপতি নির্বাচিত করবেন।
সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহামুদ আরিফ খান ও অ্যাডভোকেট আলতাফুর রহমান খান।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান তিনি বলেন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ছিল তৎপর।
এদিকে ভূল্লী থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান আতিক বলেন কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।