পঞ্চগড়ের-তেঁতুলিয়া উপজেলায়, মাঝিপারা গ্রামে নিজ বাসায় একটি বালতির পানিতে ডুবে মোছা:মাইশা (১৩ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (০৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে তেতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯:২০মিনিটে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া উপজেলায়, মাঝিপারা গ্রামে মো:মোফাজ্জল হোসেন মেয়ে মোছা:মাইশা । চার ভাই বোন এর মধ্যে ছোট ছিল সে ।
তার পিতা মো:মোফাজ্জল হোসেন দৈনিক সত্যের কন্ঠকে জানান, তার মা মাইশা কে আঙ্গিনায় খেলতে দিয়ে বাসার কাজ করছিলো।
এই ফাঁকে সে হামাগুড়ি দিয়ে একটি বালতির পানিতে মাথা উপুড় করে পরে যায়। পরে সেখানে পানি ভরা বালতিতে ডুবে যায় সে। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেতুলিয়া মডেল থানার এসআই মো: জাহাঙ্গীর আলম । শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ।