ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ঠাকুরগাঁওয়ে উপমা পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ঢাকার সহযোগিত দরিদ্র ও মেধাবী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের আশ্রমপাড়া এলাকায় প্রতিষ্ঠান আঞ্চলিক কার্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
উপমা পল্লী উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা শামসুন্নাহার পান্নার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপমা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফারজানা আক্তার পাখি, এডভাইজার অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী, নির্বাহী পরিষদের অর্থ সম্পাদক শ্যামলী বড়ুয়া, ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক জয় মহন্ত অলকসহ অন্যান্যরা
এদিকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা জানান আমরা মনোযোগ দিয়ে সব সময় পড়ালেখা করি এই উপমা পল্লী উন্নয়ন সংস্থাটি আমাদের শিক্ষাবৃত্তি প্রদান করছে। ভালো পড়ালেখা করেছি বলে আজ আমাদের সহযোগিতা করেছে আমরা এখানে এসে অনেক আনন্দিত।
প্রতিষ্ঠানটির পরিচালক বলেন প্রতি তিন মাস পর পর আমরা এই দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করে থাকি। শুধু তাই নয় এই সংস্থাটি বিভিন্ন স্বেচ্ছাসেবক মূলক কাজও করে। আমরা এই ধরনের শিক্ষার্থীদের পাশে সব সময় আছি এবং থাকবো।