ঠাকুরগাঁওয়ে রেইনবো ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন
মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে রেইনবো ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও পৌর সহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত একটি নতুন ভবনে
এই রেইনবো ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়।
উদ্বোধনের প্রথম অধিবেশনে ফিতা কেটে এবং দোয়ার ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া শেষে ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা।
রেইনবো ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব আফাজ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সিভিল সার্জন ড: নুর নেওয়াজ আহমেদ, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জুলফিকার আলী ভুট্টো, সাধারণ সম্পাদক আবু দাউদ শামসুজ্জোহা চৌধুরী সহ অন্যান্যরা।
এদিকে ডায়াগনস্টিক সেন্টারে আসা ইব্রাহিম আলম ও সুমি আক্তার বলেন এখানে রোগীদের চিকিৎসার জন্য রয়েছে অত্যাধুনিক মেশিনপত্র যা দেখে আমরা নিজেরাই মুগ্ধ।
আসলে ঠাকুরগাঁও সহ আশপাশের জেলার মানুষের সেবা দিতে এরকম জিনিসপত্রগুলো প্রয়োজন যাতে মানুষ এসে ঠিকমতো তাদের এই প্রতিষ্ঠান থেকে সেবা টুকু নিতে পারে।
তবে রেইনবো ডায়াগনস্টিক সেন্টারের আসলেই মানুষ বুঝতে পারবে রোগীদের কথা ভেবে কর্তৃপক্ষ এখানে কিরকম ব্যবস্থা করে রেখেছে আমরা সব সময় এরকম সুন্দর পরিবেশ চাই।