ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ে এক ভুট্টা খেত থেকে মুরাদ হোসেন (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ কাকডোব এলাকার কামাল হোসেনের ভুট্টা ক্ষেত থেকে ছেলেটির লাস্ট উদ্ধার করা হয়। নিহত মুরাদের লাশ উলঙ্গ অবস্থায় পাওয়া যায়।। তার কাপড় চোপর পাশের একটি বাঁশ ঝাড়ে পাওয়া যায়।
ঠাকুরগাঁও সদর উপজেলার ১১ নং মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি এলাকার, দারুল ইসলামের ছেলে, নিহত মুরাদ হোসেন। নিহত মুরাদ হোসেন মাদারগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় এক প্রতিবন্ধী ভুট্টা খেতে গিয়েছিল পরে লাশ দেখতে পেয়ে চিৎকার করে পরে সকলে ছুটে আসলে এ ঘটনা দেখে পরে পুলিশে খবর দেয়, পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্থানীয়দের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।
মাদ্রাসার সূত্রে জানা যায়, গতকাল ৩মে বুধবার বিকেলে মাদ্রাসা শেষে খেলাধুলার বিরতি হয় প্রতিদিনের মতো মুরাদও খেলাধুলা করতে থাকে। পরে হটাৎ মুরাদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সকলেই অনেক খোঁজাখুঁজির পরও খুঁজে পাইনি।পরে অনেকে ফেসবুকে পোস্ট দেয় ছেলেটির ছবি দিয়ে। পরে আজ খবর পাই ছেলেটির লাশ পাওয়া গেছে।
এ বিষয়ে ওসি কামাল হোসেন বলেন, ভুট্টা ক্ষেত থেকে মুরাদ হোসেন নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ পেয়েছে পুলিশ, ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানানো যাবে।