জাতীয়জেলা সংবাদরংপুর

ঠাকুরগাঁওয়ে দু’লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

ঠাকুরগাঁওয়ে ২লাখ ১৭ হাজার ৬৭৫ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। সোমবার (২০ ফেব্রুয়ারি) জেলার ৫টি উপজেলার ১ হাজার ৩৯৫টি কেন্দ্রে একযোগে এ কর্মসূচি শুরু হবে।

 

রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াই টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহমেদ।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, বছরে দুইবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন করা হয়। এবার জেলার ২ লাখ ১৭হাজার ৬৭৫জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

 

জেলার ১৩৯৫ কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ৬২৫ শিশুকে নীল ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯৩ হাজার ৫০ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এর মধ্যে সদর উপজেলায় ৬৮০০০ হাজার, বালিডাঙ্গী উপজেলায় ২৬ হাজার ৫৫০ জন, পীরগঞ্জ উপজেলায়, ৩৫ হাজার ৫০০ জন, রানীশংকৈল উপজেলায়, ২৯ হাজার ৫০০ জন, হরিপুর উপজেলায়, ১৯০০০ হাজার, ঠাকুরগাঁও পৌরসভায় ১৪০০০ হাজার ও রানীশংকৈল পৌরসভায় ৫০০ শিশু এ ক্যাপসুল পাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button