জাতীয়জেলা সংবাদরংপুরসারাদেশ

ঠাকুরগাঁওয়ে আ’লীগ বিএনপি’র পাল্টাপাল্টি সমাবেশ

ঠাকুরগাঁওয়ে আ’লীগ ও বিএনপির পাল্টা পাল্টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে একই সময় জেলা শহরের নিজ নিজ সংগঠন কার্যালয় চত্বরে এ কর্মসুচি পালন করেন নেতাকর্মীরা।

এসময় শান্তি সমাবেশে ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন ও আ’লীগের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, বিএনপির বার বার বলেন এ সরকারের অধিনে তারা নির্বাচনে যাবে না। অথচ নির্বাচন ঘনিয়ে আসলেই তারা দেশে অরাজকতা সৃস্টি করে দাবি তুলেন তত্ববধায়ক সরকারের। ক্ষমতায় আসতে চান অবৈধভাবে। তাই দেশে কোন প্রকার বিশৃংখলা যেন না হয় সে কারনেই আ’লীগ শান্তি সমাবেশ করছেন। রাজপথে হাঙ্গামা করতে চাইলে তার উচিত জবাব দেবে আ’লীগ।

ঠাকুরগাঁওয়ে আ’লীগ ও বিএনপির পাল্টা পাল্টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে একই সময় জেলা শহরের নিজ নিজ সংগঠন কার্যালয়

অন্যদিকে সকাল থেকেই জেলা বিএনপি কার্যালয়ের সামনে পূর্বঘোষিত মানববন্ধনে অংশ নিতে জড়ো হতে থাকে বিএনপি নেতাকর্মীরা। এসময় কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, এ সরকার অভৈধভাবে ক্ষমতা দখল করে আছে। জনগনের ভোটে নির্বাচিত নয়। আন্দোলন করা হচ্ছে দেশকে রক্ষা করতে। গনতান্ত্রিক রাস্ট ব্যবস্থা টিকিয়ে রাখতে। তাই সকলকে ঐক্যবন্ধ হয়ে রাজপথে নেমে আসার আহবান বিএনপি নেতাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button