দুর্ঘটনারংপুরসারাদেশ

ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে নিহত ২

ঠাকুরগায়ে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বুধবার ২৫ জানুয়ারি বিকেল চারটার পর ঠাকুরগাঁও জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক বাসস্ট্যান্ড এলাকার বিআরটিসি কাউন্টারের সামনে পৌঁছালে পাশের একটি ফিলিং স্টেশন থেকে দুই মোটরসাইকেল আরোহী মহাসড়কের উপরে উঠতে গেলেই পেছন থেকে চাপা দেয় ট্রাকটি।

এ সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল নিহত হয়। পরে প্রশাসনের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

নিহত ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও পৌর এলাকার নিশ্চিন্তপুর ও শাহপাড়া গ্রামের আসাদুজ্জামান ও রাশেদুল ইসলাম।
এ ঘটনায় আটক করেছে পুলিশ তবে পালিয়ে গেছে ড্রাইভার ও হেলপার।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। ড্রাইভার ও হেলপার কে আটকের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button