অপরাধআইন ও বিচারজেলা সংবাদময়মনসিংহসারাদেশ

ঝিনাইগাতীতে আদিবাসী ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

এম,শাহজাহান, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতীতে ছাত্রলীগ নেতা কর্তৃক আদিবাসী কলেজ ছাত্রী ধর্ষন চেষ্টার অভিযোগে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.শাহরিয়ার খান শাওনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

ঘটনাটি ঘটে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ কেন্দ্র এলাকায়। কলেজ ছাত্রী জানায়, গত ঈদের দিন শনিবার রাতে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহরিয়ার খান শাওন গজনী অবকাশ কেন্দ্র এলাকায় তাদের বাড়িতে আসে। এবং তার বাবা মার সাথে ঘরে বসে। এসময় ওই কলেজ ছাত্রী বাড়ির উঠানে ফেসবুক দেখছিল। ছাত্রলীগ নেতা শাওন ঘর থেকে বের হয়ে উঠানে কলেজ ছাত্রীকে জরিয়ে ধরে ধ্বস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে কলেজ ছাত্রীর ডাকচিৎকারে তার বাবা -মা ঘর থেকে বের হয়ে উঠানে আসলে ওই ছাত্রলীগ নেতার হাত থেকে কলেজ ছাত্রী রক্ষা পায়।

 

পরে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের কাছে মৌখিক অভিযোগ করেন। অপরদিকে নিরাপত্তাজনিত কারনে রবিবার ওই কলেজ ছাত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান আদিবাসী নেত্রী রবেদা ম্রংএর বাড়ি আশ্রয় নেয়। পরে ২৪ এপ্রিল সোমবার দুপুরে ঝিনাইগাতী থানায় কলেজ ছাত্রী বাদী হয়ে ছাত্রলীগ নেতা মো. শাহরিয়ার খান শাওনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ওইদিন বিকেলে শাহরিয়ার খান শাওনকে বাকাকুড়া এলাকা থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া বলেন, আদিবাসী কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযুক্ত মো.শাহরিয়ার খান শাওন গ্রেপ্তার হওয়ার আগে স্থানীয় গণমাধ্যমকর্মীদের বলেছেন, ঘটনাটি সত্য নয়। তাকে ফাঁসানো হচ্ছে। শাওনের বাবা শাজাহান খানও একই কথা বলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button