নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের প্রথম অধিবেশন শুরু করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়ীদুর রহমান, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর।
এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়
জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আনিসুজ্জামান রুবেলের সভাপতিত্বে
এ সময় উপস্থিত ছিলেন
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,
এছাড়া আরো উপস্থিত ছিলেন
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক এসএম জানে আলম সেলিম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাঈদ মজুমদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান কমল,কার্যনির্বাহী সদস্য রুবেল বাদশা।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রুবেল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, মাজহারুল ইসলাম সুজন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার,জেলা মৎস্যজীবী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট মোস্তফা হারুন হেলালিসহ অন্যান্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব আব্দুস সাত্তার।
এ সময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটি সেক্টরের উন্নয়ন করে যাচ্ছে আগামীতেও যাবে।
তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ প্রত্যেকটি জেলা, উপজেলা ও ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে কাজ করে যাচ্ছে।
আওয়ামী লীগের আমলে যে উন্নয়ন হয়েছে এর আগে কোন সরকারের আমলে তা হয়নি।
তাই আবার ও নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।
সম্মেলন শেষে আনিসুজ্জামান রুবেলকে সভাপতি ও আব্দুস সাত্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।