অপরাধআইন ও বিচারজেলা সংবাদসারাদেশ

জালিয়াতি করে পাসপোর্ট তৈরির, বিদেশ যাওয়ার আগেই রোহিঙ্গা গ্রেফতার

মোঃ শহিদুল ইসলাম ,(সিনিয়র) স্টাফ রিপোর্টারঃ

মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ানের সার্বিক দিক নির্দেশনায়,অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ সোনাহর আলীর তত্বাবধানে, পুলিশ পরিদর্শক (নিঃ) এস.এম. দিদারুল ইসলাম সিকদার এর নের্তৃত্বে, টিম-২২ এর সদস্যরা গত ১৬/০৪/২০২৩ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর পাঁচলাইশ মডেল থানাধীন চকবাজার মোড় কাপাসগোলা রোড এলাকা থেকে ১টি বাংলাদেশী পাসপোর্ট ,১টি সৌদিআরবের ওমরা ভিসার অনলাইন কপি,১টি ঢাকা টু জেদ্দা গামী আন্তর্জাতিক এয়ার টিকেট, ১টি চট্টগ্রাম টু ঢাকা গামী অভ্যন্তরীণ এয়ার টিকেট ও ১টি পুরাতন টাচ মোবাইল সহ নূর মোস্তফাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একজন মায়ানমারের রোহিঙ্গা নাগরিক হিসেবে বাংলাদেশের আশ্রিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। সে অপরাপর অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় মোটা অংকের টাকার বিনিময়ে জাল-জালায়াতির মাধ্যমে ভুয়া ঠিকানা ব্যবহার করে বাংলাদেশী পাসপোর্ট তৈরি করে সৌদিআরব যাওয়ার জন্য বণির্ত ঘটনাস্থলে অবস্থান করছিলো,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button