জয়পুরহাটে ডিবি পুলিশ সেজে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে আটক
মোঃ আমজাদ হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে শাহিন আলম (২৪) ও সাইদুল ইসলাম (২৫) নামে দুই জন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ মে) সকাল ১১টায় পৌর শহরের বুলুপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-নওগাঁর ধামুরহাট উপজেলার গনেশপুর গ্রামের মো. সাহাদুল এর ছেলে শাহিন আলম ও জয়পুরহাট শহরের রেল বস্তির বাসিন্দা মৃত ইয়াকুব আলীর ছেলে সাইদুল ইসলাম।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঢাকা মেইল কে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ডিবির অফিসার পরিচয় দিয়ে শহরের বুলুপাড়া বাসিন্দা আজাহার আলীকে মাদক বিক্রেতা বলে ভয় দেখায় তারা। পরে ওই ব্যক্তির নিকটে টাকার দাবি করলে তাদের ৩ হাজার টাকা দেন। তাদের আচরণ সন্দেহজনক হলে আশেপাশের লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দেন। সেখানে পুলিশের একটি টিম গিয়ে ডিবি পুলিশের পরিচয়দানকারী দুই প্রতারককে আটক করেন। তাদের নিকটে খেলনা পিস্তল ও পুলিশের জাল পরিচয়পত্র পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।