বিপুল উৎসাহ উদ্দীপনায় শত শত দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো সাত্রাপাড়া প্রিমিয়ার লীগ কতৃক আয়োজিত সর্টপিস ক্রিকেটে টুর্নামেন্টে- ২০২৩।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় সাত্রাপাড়া গ্রামে ৮ মার্চ বুধবার রাতে সাত্রাপাড়া প্রিমিয়ার ক্রিকেটে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চাটখিল পৌর মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, সাবেক পৌর প্যানেল মেয়র আহসান হাবিব সমির, পৌর আওয়ামী লীগের সভাপতি সাহাজাহান খান বাবুল, নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ মানিক, জেলা যুবলীগের সদস্য রিয়াজ খান, পাঁচগাও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামাল হোসেন, তিতাস গ্যাস কর্মকর্তা ওমর ফারুক চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক আবদুল মান্নান, যুগ্ন আহবায়ক চাটখিল উপজেলা যুবলীগ নজরুল দেওয়ান, পৌরসভা যুবলীগের সভাপতি ওমর ফারুক রাজু,
মোঃ পলাশ, আশিক মেম্বার, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, অহিদুর রহমান রিপন ও নুরুল আলম।
ফাইনাল খেলায় সাকিব সিয়াম একাদশ বনাম আমকি একাদশ মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়, খেলায় সাকিব সিয়াম একাদশ ৬ উইকেটে আমকি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। ম্যান অব দা ম্যাচ হয়েছেন বিজয়ী দলের রাকিব এবং ম্যান অব সিরিজ হৃদয় নির্বাচিত হয়েছেন।
আমন্ত্রিত অতিথিরা খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রপি তুলে দেন।