চাটখিলে বিপুল পরিমাণ বিদেশী মদসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
নোয়াখালী জেলার চাটখিলে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ চাটখিল থানা পুলিশ নোয়াখোলা এলাকা থেকে ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ আতাউর রহমান ওরফে রুবেল (৪৮)পিতা- মোঃ ইকবাল হোসেন মানিক, সাং- সাত্রাপাড়া (মোকারাম বাড়ী), নোয়াখোলা ইউপি, সাদেক হোসেন ওরফে শিখাব (২১) পিতা- মোঃ শাহআলম, সাং- কনকুইম (কাদের মিয়াজী বাড়ী), থানা- নাঙ্গলকোট, জেলা- কুমিল্লা। এই মাদক ব্যবসায়ীদের ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম, পিপিএম ও সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ সার্বিক দিক নির্দেশনায়, চাটখিল থানা অফিসার ইনচার্জ, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের থেকে ৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।