চট্টগ্রাম
চাটখিলে দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বাস্থ্যসম্মত ইফতার, খাবার সরবরাহ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে অংশিজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলা ১৪ মার্চ (মঙ্গলবার) বেলা ১২ টায় উপজেলা সভাকক্ষে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূইয়া।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা বাজার মনিটরিং কর্মকর্তা বিজয় বাবু, উপজেলা ভূমি সহকারী কমিশনার উজ্জ্বল রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমদ্দার, পৌর কাউন্সিল নান্টু, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ, মোহাম্মদীয়া মিনি বাজারের ম্যানেজার মোঃ নোমান, বাজার সেক্রেটারি আবুল কাসেম, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।