স্টাফ রিপোর্টোরঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং গান্ধী আশ্রম ট্রাস্টের সুশাসন ও মানবাধিকার প্রকল্পের সহোযোগিতায় বুধবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান বাহালুলের সভাপতিত্বে এবং ইউপি সচিব মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসের পরিদর্শক মোঃ নুর নবী, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ইকবাল বাহার জুয়েল, পরিবার কল্যান পরিদর্শক মির হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের মেকানিক উৎফল চন্দ্রশীল,গান্ধী আশ্রম ট্রাস্টের কর্মকর্তা মোঃ শাহাজান, মাহফুজ মোর্শেদ কানন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি গোলাম সরওয়ার ভূইয়া, গ্রাম সংগঠক কামাল উদ্দিন মজুমদার, ইমাম ও ধর্মীয় প্রতিনিধি হাফেজ ইমরান হোসেন প্রমূখ।
এসময় অত্র ইউনিয়নে দায়িত্বরত সরকারি,বেসরকারি কর্মকর্তা, ইউপি সদস্যসহ সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।