জেলা সংবাদঢাকাদুর্ঘটনাসারাদেশ

চরভদ্রাসনে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে তিন জন আহত সহ ঘর বাড়ি গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরর চরভদ্রাসন উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে তিন জন আহত হওয়ার পাশাপাশি ঘর বাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে ।
বৃহস্পতিবার( ২৭ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত বয়ে যাওয়া এ ঝড়ে ৫৫টির অধিক ঘর- বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ।

চরভদ্রাসন সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান জানান, তার ইউনিয়নের বেড়িবাঁধের উপর বসবাসরত হাজীডাঙ্গী ও বালিয়াডাঙ্গী গ্রামে ২০টি টিনের দোচালা ঘর ও কিছু ফলজ ও বনজ গাছের ক্ষতি হয়েছে ।

চর ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান মো. বদরুজ্জামান বদু মৃধা জানান, তার ইউনিয়ে ৩৩টি টিনের দোচালা ঘর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ।

ইতোমধ্যে বাড়ি বাড়ি যেয়ে ব্যক্তিগত তহবিল হতে তিনি সকল পরিবারে প্রত্যেককে ২ হাজার করে নগদ অর্থ দেওয়া হয়েছে । এর মধ্যে চরকালিকাপুর ২৫টি, গোপালপুর ৫টি ও চরকল্যাণপুর গ্রামে ৩টি ঘর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ।

গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলি জানান, তার ইউনিয়নে নতুন ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ক্লাস রুমের বারান্দার চাল ঝড়ে উড়িয়ে অন্যত্র নিয়ে ফেলেছে । এছাড়া কলা বাগান, পাকা ধান, সবজি ও ভুট্টা ক্ষেতের ক্ষতি হয়েছে ।

চরহরিরামপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির জানান, তার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির আংশিক ও ৬ নম্বর ওয়ার্ডে ২টি বাড়ি ঝড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভুট্টা ও কলা বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে ।

চরভদ্রাসন হাসপাতাল সূত্র জানায়, ঝড়ের সময় দেয়াল ধসে উপজেলার সদর ইউনিয়নের বিএস ডাঙ্গী গ্রামের আব্দুল হালিম, যশোরের শ্যামনগর থানার মহিনুর ও পাইকগাছার অসিনা নামে ৩ জন আহত হয়েছেন । প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ফরিদপুরের হাসপাতালে পাঠানো হয়েছে ।

ফসলের ক্ষতির বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তোফাজ্জেল হোসেন বলেন, চরাঞ্চলের প্রায় ২০ হেক্টর জমির পরিপক্ক ভুট্টার আংশিক ক্ষতি হয়েছে । এর মধ্যে কিছু নতুন রোপণ করা কিছু গাছ ও রয়েছে ।

ক্ষতিগ্রস্থ পরিবারে সহায়তা দেওয়ার বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) লিটন ঢালী বলেন, ইতোমধ্যে চেয়ারম্যানদের নিকট হতে ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করা হয়েছে । খুব শীঘ্রি জেলা প্রশাসকের কার্যালয় হতে ক্ষতিগ্রস্ত পরিবারে সাধ্যমত সহায়তা দেওয়া হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button