কাবিরুল ইসলাম, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় মুনতাজ আলী (৭৫) নামের একজন নিহত হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার চৌডালা ইউনিয়নের মাদ্রাসা মোড় নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। মৃত্যু মুনতাজ আলী ঐ উপজেলার বেনিচক গ্রামের মৃত্যু কলিমউদ্দিনের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান ও প্রত্যক্ষদর্শীগণ জানান, সকাল সাড়ে এগারোটার দিকে বাইসাইকেল যোগে বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি মালবাহী ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে মুনতাজ আলী ঘটনাস্থলে মৃত্যু বরন করেন। পরে ঘটনা স্থান হতে ঘাতক ট্রাকসহ ট্রাক ডাইভারকে এলাকায়বাসি আটক করে পুলিশকে সোর্পদ করে। এই বিষয় গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।